প্রতিষ্ঠানের ইতিহাস

মীরগ্রাম চৌমুহনী উচ্চ বিদ্যালয় (EIIN: 121835) প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালের ১ জানুয়ারি, জয়পুরহাট জেলার আমদাই ইউনিয়নের হিচমী-মাত্রাই রোডে। গ্রামীণ জনপদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছে এবং ১৯৭০ সালের ১ জানুয়ারি সরকারিভাবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে এটি মাধ্যমিক পর্যায়ের একটি স্বীকৃত প্রতিষ্ঠান, যেখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়।

বিদ্যালয়টি সমন্বিত (co-educational) এবং দিবা শাখায় পরিচালিত হয়। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখানে রয়েছে ১২টি শ্রেণিকক্ষ, ১৮৭৫ বর্গফুট ফ্লোর স্পেস, এবং ৭৩ শতক খেলার মাঠ।

বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৪০০+ শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৪ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী কর্মরত আছেন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং ফলাফলের ধারাবাহিকতা প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও শৃঙ্খলায় অগ্রগামী।

বিদ্যালয়টি MPO অন্তর্ভুক্ত, যার MPO কোড: 7702111301। বিগত বছরগুলোতে JSC ও SSC পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল উল্লেখযোগ্য, যার মধ্যে SSC-তে গড় পাসের হার ৯৩.১৬% এবং A+ প্রাপ্তির হার ১১.১১%।